স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই অভিযোগ করেন—ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অনেকে ভাবেন, হয়তো ব্যাটারিটাই নষ্ট হয়ে গেছে! তাই নতুন ব্যাটারি বা নতুন ফোন কেনার কথাও ভাবেন। অথচ, অনেক সময় ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার পেছনে থাকে কিছু সাধারণ প্রযুক্তিগত কারণ—যেগুলো একটু সচেতন হলেই এড়ানো সম্ভব।
চলুন জেনে নিই এমন ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো ঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ টিকে থাকবে:
১. স্ক্রিনের উজ্জ্বলতা ও টাইমআউট নিয়ন্ত্রণ করুন
ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচ হয় স্ক্রিনে। তাই স্ক্রিনের ব্রাইটনেস বেশি না বাড়িয়ে, চোখের আরামদায়ক মাত্রায় রাখুন। অটো-লক টাইম কমিয়ে দিন—যেমন ৩০ সেকেন্ড বা ১ মিনিট। এতে স্ক্রিন অকারণে জ্বলবে না, ফলে ব্যাটারিও কম খরচ হবে।
২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন
অনেক অ্যাপ ব্যবহার না করলেও পেছনে পেছনে কাজ করে ব্যাটারি খরচ করে। ফোনের Settings > Apps-এ গিয়ে যেসব অ্যাপের ব্যাকগ্রাউন্ড রিফ্রেশের দরকার নেই, সেগুলোর জন্য এই ফিচারটি বন্ধ করে দিন।
৩. লোকেশন শেয়ারিং সীমিত করুন
লোকেশন সার্ভিস চালু থাকলে ফোনের ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ে। প্রতিটি অ্যাপের জন্য লোকেশন ব্যবহারের অনুমতি দিন “While using the app” অপশনে। একদম বন্ধ রাখতে চাইলে Settings > Privacy > Location Services থেকে বন্ধ করে দিতে পারেন।
৪. মোবাইল ডেটার পরিবর্তে Wi-Fi ব্যবহার করুন
সেলুলার ডেটা ব্যবহার করলে ফোনকে নেটওয়ার্ক খোঁজার জন্য বেশি শক্তি ব্যয় করতে হয়। যতটা সম্ভব Wi-Fi ব্যবহার করুন—এতে ব্যাটারির উপর চাপ কমবে এবং চার্জ বেশি সময় থাকবে।
৫. লো পাওয়ার মোড ব্যবহার করুন
iPhone বা Android, দুটোতেই এখন লো পাওয়ার মোড আছে। এই মোড চালু থাকলে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ থাকে এবং ব্যাটারির আয়ু বাড়ে। আপনি Settings > Battery > Low Power Mode থেকে এটি সহজেই চালু করতে পারেন।
ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া মোটেই স্বাভাবিক নয়। তবে কিছু সহজ পরিবর্তন এনে আপনি খুব সহজেই এই সমস্যার সমাধান পেতে পারেন। উপরের টিপসগুলো নিয়মিত মেনে চললে আপনার ফোনের ব্যাটারি টিকে থাকবে অনেক দীর্ঘ সময়।