ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান আবারও হাজির হয়েছেন ভিন্নধর্মী চরিত্রে। নিয়মিতভাবেই গ্রামীণ প্রেক্ষাপটের নাটকে নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন তিনি। দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এতটাই যে, নির্মাতারাও গ্রামীণ গল্পে অহনাকে কেন্দ্র করেই ভাবতে ভালোবাসেন।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে অহনা অভিনীত নতুন নাটক ‘বউ নিখোঁজ’-এর ট্রেলার, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন রুমান রুনি।
নাটকটি প্রসঙ্গে অহনা বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কিছুদিন আগে করেছি। পরিচালনায় ছিলেন রুমান রুনি, যাঁর সঙ্গে এর আগে একটি নাটকে কাজ করেছিলাম। তবে এই নাটকের গল্পটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। কারণ পুরো কাহিনি মূলত আমাকে কেন্দ্র করে এগিয়েছে। আমি এক নিখোঁজ হয়ে যাওয়া বউয়ের চরিত্রে অভিনয় করেছি, যা নাটকটির রহস্য ও আবেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নাট্যকার ইউসুফ আলী খোকন দারুণ গল্প লিখেছেন, আর ইউনিটের সবার আন্তরিকতায় কাজটি প্রাণ পেয়েছে।’
শুধু ‘বউ নিখোঁজ’ নয়, অহনার ঝুলিতে আরও বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আছে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’, এবং জিয়া উদ্দিন আলমের কয়েকটি নাটক।
উল্লেখ্য, এই নাটকগুলো শিগগিরই ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। অহনার অভিনয়প্রেমী দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর।