বাড়বে ল্যাপটপের ব্যাটারি স্থায়িত্ব
ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১১-এ নতুন একটি সুবিধা আনছে মাইক্রোসফট, যার নাম ‘অ্যাডাপটিভ এনার্জি সেভার’। এই ফিচারটি ল্যাপটপের ব্যবহার বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এনার্জি সেভার মোড চালু বা বন্ধ করবে, ফলে ব্যাটারির আয়ু আগের তুলনায় আরও বাড়বে।
বর্তমানে উইন্ডোজ ১১-এ প্রচলিত এনার্জি সেভার চালু হলে পর্দার উজ্জ্বলতা কমে যায়, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও অপ্রয়োজনীয় আপডেট বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন অ্যাডাপটিভ এনার্জি সেভার ফিচার এসব কার্যক্রম পরিচালনা করলেও পর্দার উজ্জ্বলতায় কোনো পরিবর্তন আনবে না, ফলে ব্যবহারকারীর চোখের আরাম ও কর্মক্ষমতাও বজায় থাকবে।
এই ফিচারটি ‘অপ্ট-ইন’, অর্থাৎ ব্যবহারকারীকে নিজে থেকেই এটি চালু করতে হবে। একবার চালু করলে এটি যন্ত্রের শক্তির ব্যবহার ও লোড অনুযায়ী স্মার্টভাবে কাজ করবে।
তবে, অ্যাডাপটিভ এনার্জি সেভার শুধুমাত্র ল্যাপটপে ব্যবহারের জন্য প্রযোজ্য—ডেস্কটপ কম্পিউটারে এটি পাওয়া যাবে না। বর্তমানে পরীক্ষামূলকভাবে এটি ‘ক্যানারি চ্যানেল’-এর উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই এটি সাধারণ উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্যও চালু করা হতে পারে।
সূত্র: দ্য ভার্জ