বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনা ‘দুই আগন্তুক বনাম করবী ফুল (পেন্ডামিক ভার্সন)’। নাটকটি দেখা যাবে ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ও রাত ৮টায়—দুটি আলাদা প্রদর্শনীতে।
৪০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও অভিনেতা আশীষ খন্দকার। মঞ্চে দেখা যাবে চিন্তামন তুষার, মানিসা অর্চি, তোতো তিমথীয় ও ওমর ফারুককে।
নাটকের অনুপ্রেরণা এসেছে আশীষ খন্দকারের মেয়ে মৃন্ময়ীর একটি চিত্রকর্ম থেকে—দুই আগন্তুক অন্ধকারে হেঁটে চলেছে। সেই দৃশ্য থেকেই জন্ম নেয় নাটকের ভাবনা। রূপকথার আবহে গড়া গল্পটি প্রতিফলিত করে আজকের সমাজের পচনধরা বাস্তবতা।
আশীষ খন্দকার বলেন, “মৃন্ময়ী একদিন তেলরঙে যে ছবি আঁকছিল, তার ব্যাখ্যায় ছিল রূপকথার ছায়া। সেই রূপকথাই বাস্তবতার আয়নায় হয়ে উঠেছে নাট্যপটভূমি—যা যুগে যুগে নানা সংস্কৃতির ভেতর দিয়ে টিকে থাকা গল্পের প্রতিচ্ছবি।”
‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতভাবেই এই নাটকটি মঞ্চে আনে। দর্শকরা চাইলে অনলাইনে আগাম টিকিট বুকিংও করতে পারবেন।