দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর থেকেই দুজনকে দেখা যাচ্ছে একসঙ্গে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে। তাঁদের আনন্দঘন মুহূর্তের ঝলকও মিলছে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিয়ের পর প্রিয় দেশ ফ্রান্সে ঘুরতে গিয়ে সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুতে ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলেন মেহজাবীন। সেই রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি ফেসবুকে।
সম্প্রতি মেহজাবীন অবস্থান করছেন কানাডার মনট্রিয়েলে। সেখানকার কিছু হাস্যোজ্জ্বল ছবিও তিনি শেয়ার করেন, যা দেখে অনেকেই মুগ্ধ।
তবে এই আনন্দঘন মুহূর্তেও কটাক্ষ এড়াতে পারেননি অভিনেত্রী। এক অনুসারী মন্তব্য করেন, “২ বছর পর তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।”

মেহজাবীন কোনো রকম উত্তেজনায় না গিয়ে শান্ত ও মার্জিত ভাষায় জবাব দেন—
“অপেক্ষায় থাকেন। তবে আপনার ভবিষ্যতের জন্য শুভ কামনা।”
এই ঠাণ্ডা মাথার পরিপক্ব জবাবে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অনেকেই মন্তব্যকারীর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান ও মেহজাবীনের পাশে দাঁড়ান।