130
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দেয়া হয়েছিল। একই পথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
মঙ্গলবার সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এ চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশে দাঁড়াতে পারে বলে প্রক্ষেপণ করা হয়েছে। এ সময়ে উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকবে বলেও মনে করছে সংস্থাটি।
গত এপ্রিলে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।