566
পোশাক নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তার বিশ্বকাপ ট্রফি উন্মোচনের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের শার্ট, ট্যানরঙা লেদারের ওভারকোট জ্যাকেট আর ঢিলেঢালা কালো মিডি স্কার্ট। জ্যাকেটটির কাঁধের কাছে লেদার ও উলের প্যাচওয়ার্ক। ছিল কারুকার্যময় মোটা বেল্ট। পায়ে বুটের জুতা। চুলগুলো স্লিক বান করে রাখা।
সবার নজর এখন দীপিকার এই পোশাকে। ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর এই পোশাক তৈরি করেছে। নেটিজেনদের একাংশ দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ‘ব্যাগের ভেতরে কেন দীপিকা?’ একজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘এটি দীপিকার পোশাক নয়।’ আরেকজন লিখেছেন, ‘রণবীর সিংয়ের পোশাক পরেই চলে গেছেন দীপিকা।’