231
প্রথমবার চলচ্চিত্রে জুটি হলেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ সিনেমায় দেখা যাবে তাদের। নির্মাণে মিশুক মনি। ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
বুবলী বলেন, এটাই আমাদের প্রথম কাজ। রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান।
রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই।