159
মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্র লাগোয়া একটি ফ্ল্যাট ২০১৯ সালের ডিসেম্বরে ভাড়া নেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাসে ভাড়া সাড়ে ৪ লাখ রুপি। বিলাসবহুল এ ফ্ল্যাটে প্রেমিকা রিয়া সেনকে নিয়ে বসবাস করতেন। কিন্তু ২০২০ সালের ১৪ জুন এ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তর ঝুলন্ত মরদেহ।
তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় আড়াই বছর। কিন্তু এখনো ভাড়াটিয়া পাওয়া যায়নি। রফিক মার্চেন্ট নামে এক রিয়েল এস্টেট ব্রোকার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট দিয়েছেন। তিনি জানান, সমুদ্রমুখী ডুপ্লেক্স ফ্ল্যাটটি খালি আছে। প্রতি মাসে ভাড়া ৫ লাখ রুপি।