405
জুটি বাধলেন শুভ ও ফারিয়া। নির্মাতা ‘দেবী’ সিনেমা খ্যাত অনম বিশ্বাস। ‘ফুটবল ৭১’ নামে সিনেমাটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
জানা গেছে, সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। রবিবার (১১ ডিসেম্বর) চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’
সিনেমা নিয়ে শুভ বলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি, দারুণ কিছু তৈরি হবে।’