সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে সেই জল্পনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে।
পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে সমুদ্রের ধারে সেলফি তোলেন সৃজিত ও সুস্মিতা। সেই ছবি সুস্মিতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে গুঞ্জনের আগুনে ঘি পড়ে। শোনা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে দুজনে একান্ত সময়ও কাটিয়েছেন।
তবে প্রেমের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা স্পষ্টভাবে বলেন, “আমরা খুব ভালো বন্ধু। খুব অল্প সময়েই ক্লোজ ফ্রেন্ড হয়ে উঠেছি। গুজব নিয়ে আমার কিছু বলার নেই।”

অন্যদিকে, পুরো বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন সৃজিত। তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফি নিয়ে এত আলোচনা হবে ভাবিনি! আমরা পিরিয়ড ড্রামা বানালেও, বর্তমান সময়েই আছি। একটু রিলাক্স করুন! একটা ছবি নিয়ে এত হইচই না করলেই ভালো।”
এই মন্তব্যেই বোঝা যাচ্ছে, সম্পর্কের গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ সৃজিত ও সুস্মিতা—তাঁরা দুজনেই আপাতত কাজেই মনোযোগ দিতে চাইছেন।