‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ রিসোর্স লিমিটেড। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত সাসটেইনেবিলিটি সামিট ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
আকিজ রিসোর্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান এবং চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে আকিজ রিসোর্স লিমিটেড ডিজিটাল ট্রান্সফর্মেশন ও পেপারলেস কার্যক্রমের মাধ্যমে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্প পরিচালনার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি রিয়েল-টাইম ডেটা ইন্টিগ্রেশন, অটোমেশন, এআই, এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং ব্যবহারের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ও এইচআর সিস্টেম চালুর মাধ্যমে স্বচ্ছতা ও নিয়মিত কার্যপ্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সেন্ট্রালাইজড মনিটরিং ও রিমোট ওয়ার্ক সক্ষমতাও আধুনিক ব্যবসায়িক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন। সম্মেলনে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে নানা দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে আকিজ রিসোর্স লিমিটেডের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হলো।