বিনোদন ডেস্ক
খোলামেলা পোশাক পরে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হলেন পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী তন্বী লাহা রায়। জন্মদিন উপলক্ষে বিদেশ ভ্রমণে গিয়ে লাল বিকিনিতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর একজন মন্তব্য করেন, ‘কেন এমন পোশাক পরেন?’
এই মন্তব্যের জবাবে তন্বী আর চুপ থাকেননি। উল্টো তুলে ধরেছেন নিজের অবস্থান। লেখেন, ‘আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক। মোটা বা রোগা—সবাই আত্মবিশ্বাসের সঙ্গে এই পোশাক পরেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এখনো এই পোশাক নিয়ে হেনস্তা হতে হয়। কিন্তু আত্মবিশ্বাসই আসল।’

তন্বী বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে বেশ কিছু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে তাঁকে দেখা গেছে।
সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও ‘রক্তবীজ ২’ সিনেমার টিজারে বিকিনি পরা নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন। খোলামেলা পোশাক নিয়ে মন্তব্যের মুখে পড়া এখন অভিনেত্রীদের জন্য প্রায় নিত্যদিনের বিষয়। তবে তন্বীর মতো কেউ কেউ জোর গলায় নিজের অবস্থান তুলে ধরছেন।