৭১ বছর বয়সে না–ফেরার দেশে কিংবদন্তি তারকা, রেসলিংয়ের স্বর্ণযুগের পোস্টারবয়!
একটা সময় ছিল, যখন পৃথিবীর নানা প্রান্তের শিশুরাও চিনত তাঁকে—হাল্ক হোগান। তাঁর বিশাল দেহ, চোখে রোদচশমা, গলায় হলুদ-লাল স্কার্ফ, আর সেই বিখ্যাত স্লোগান—“Say your prayers and eat your vitamins”। আজ সেই জীবন্ত কিংবদন্তি আর নেই।
৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন, টেরি জিন বোলিয়া, যিনি হাল্ক হোগান নামেই সমগ্র বিশ্বে পরিচিত ছিলেন।

ডব্লুডব্লুই (WWE) এক শোকবার্তায় জানিয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, WWE হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা শোকাহত। ১৯৮০-এর দশকে হোগান বিশ্বব্যাপী রেসলিংকে জনপ্রিয় করতে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়। তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।”
শেষ যাত্রা: হিরো হার্ট অ্যাটাকে বিদায় নিলেন
ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকের শিকার হন হোগান। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তাঁকে উদ্ধার করে নেয়া হয় স্থানীয় মর্টন প্লান্ট হাসপাতালে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়—চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাল্কাম্যানিয়া: রেসলিংয়ের বিপ্লব যাঁর হাত ধরে
১৯৮০-এর দশক ছিল রেসলিংয়ের স্বর্ণযুগ, আর সেই যুগের অবিসংবাদিত মুখ ছিলেন হাল্ক হোগান।
তাঁর “২৪ ইঞ্চি পাইথন” বাহু, গর্জনভরা বক্তৃতা আর দুঃসাহসিক পারফরম্যান্স শুধু রেসলিংপ্রেমীদের নয়, পুরো পপ কালচারকে মোহাবিষ্ট করেছিল। তিনি শুধু রিংয়ের মধ্যেই নন, টেলিভিশন শো, সিনেমা, ভিডিও গেম—সবখানেই ছিলেন এক ‘পপ আইকন’।
জীবনের আঁধার অধ্যায়ও ছিল
জীবনের শেষদিকে এসে বিতর্কও কম ছিল না তাঁর চারপাশে। ২০১৫ সালে এক ভিডিও ফাঁস হয়, যেখানে তাঁকে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। এতে ডব্লুডব্লুই তাঁকে সাময়িকভাবে হল অব ফেম থেকে বহিষ্কার করে।
তবে এর আগেই তিনি গোপন ভিডিও ফাঁসের ঘটনায় গকার মিডিয়ার বিরুদ্ধে মামলা করে জয়ী হন। ১১ কোটি ৫০ লাখ ডলারের সেই ক্ষতিপূরণ মামলার রায় গকার মিডিয়ার ইতিহাসের ইতি টেনে দেয়, আর হাল্ক হোগানকে বানিয়ে দেয় ‘গোপনীয়তা অধিকারের লড়াই’-এর মুখপাত্র।

শেষ প্রহরে, একা নন তিনি
জীবনের শেষদিকে তিনি নিজেকে রাজনীতি ও ধর্মীয় চিন্তায় যুক্ত করেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে তাঁকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর রোমন্থনভরা বার্তাগুলো—আত্মবিশ্বাসে ভরপুর, আবার আত্মপ্রতিরক্ষামূলক।
একটি চিত্তাকর্ষক অধ্যায়ের পরিসমাপ্তি
হাল্ক হোগান চলে গেলেন, রেখে গেলেন একটি সময়, একটি অনুভব, একটি বিপ্লব। রেসলিং ছিল শুধুই খেলা নয়—তাঁর হাতে সেটা হয়ে উঠেছিল নাটক, কাব্য, ও এক বিশাল সাংস্কৃতিক আবেগ।
আজ রেসলিং দুনিয়া শুধু একজন কুস্তিগিরকে হারায়নি, হারিয়েছে এক যুগপ্রতীককে।