খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় হাতে বানানো বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। (১৯ জুলাই) শনিবার রাতে বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। নিহতদের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।
এছাড়া, খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামের আরও একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা সবাই ‘হাতে তৈরি মদ’ পান করেছিলেন। সেই মদে মিশ্রিত ছিল ‘এলকোলি’ নামে একটি ভারতীয় নিষিদ্ধ মেডিসিন, যা চুনের পানি ও ঘুমের ওষুধের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়। এসব উপাদান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অতিরিক্ত সেবনে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত পরিমাণে এই বিষাক্ত মদ পান করায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।