তদন্তে পিবিআই, পরবর্তী শুনানি ৩০ অক্টোবর
খুলনা প্রতিনিধি
খুলনায় গৃহপরিচারিকার ওপর নির্যাতনের ঘটনায় প্রফেসর ডা. সামসুর নাহার লাকিসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২ সেপ্টেম্বর মোসাঃ আকলিমা খাতুন খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দিয়েছে এবং আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।
অভিযুক্ত অন্যরা হলেন— ডা. লাকির ভাই আলিমুর রেজা, মিসেস মালি, কাজী আবুল হাসান, মো. আলী, মো. ইলিয়াস, শাওলী হাসান ও রাদ হাসান।
মামলার অভিযোগে বলা হয়, আকলিমা খাতুন ১৯৯৯ সাল থেকে ডা. লাকির বাসায় কাজ করছিলেন। চলতি বছরের মে মাসে বয়স ও অসুস্থতার কারণে তিনি অবসর চাইলে ২৭ জুলাই তাঁকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তাঁর ব্যাংক হিসাব থেকে জোর করে ৬ লাখ ৬১ হাজার টাকা উত্তোলন করা হয়। এছাড়া আরও ২ লাখ টাকা চাঁদা এবং জমি লিখে দেওয়ার জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আকলিমা।
মামলার বাদীপক্ষের আইনজীবী মাফতুম আহমেদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।