বিটিএস তারকা জাংকুক ইনস্টাগ্রামে নতুন করে অ্যাকাউন্ট খুলেছেন—এবং ছবি বা ভিডিও পোস্ট না করেও মাত্র এক দিনে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ!
‘@mnijungkook’ নামে অ্যাকাউন্টটি খোলার পর অনেকেই এর সত্যতা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে জাংকুক নিজেই ‘উইভার্স লাইভ’-এ এসে নিশ্চিত করেছেন, এটি তাঁরই ব্যক্তিগত অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নামের পূর্ণ রূপ ‘My Name Is Jungkook’।
২০২১ সালে তিনি প্রথমবার ইনস্টাগ্রামে যুক্ত হন এবং তৎকালীন অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এক সময় ৫ কোটিরও বেশি ছিল। কিন্তু ২০২৩ সালে সেটি মুছে দিয়ে জানিয়ে দেন, তিনি আর ইনস্টাগ্রাম ব্যবহার করছেন না। তবে এবার তাঁর ফেরাটা যেন আরও জাঁকজমকপূর্ণ।
নতুন অ্যাকাউন্টে জাংকুক শুধু বিটিএসের অফিসিয়াল প্রোফাইল নয়, দলের অন্যান্য সদস্যদেরও ফলো করছেন।
গত ১১ জুন সেনাবাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ করেছেন জাংকুক। আগামী বছর বিটিএসের পুরোদমে ফিরে আসার আগেই ভক্তদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন তিনি।