সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যেই মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে।”
বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও তাসনিম জারা।
নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জ পৌর পার্কে পথসভা শেষ করে খুলনার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাদের গাড়িবহরের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে সভাস্থলে হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ইউএনওর গাড়িও আক্রমণের শিকার হয়।
তিনি বলেন, “আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম সাধারণ মানুষের কথা শুনতে ও আমাদের ভাবনা জানাতে। সভা সফল হলেও ফেরার পথে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা খুলনায় পৌঁছাই।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গোপালগঞ্জ আজ ফ্যাসিস্টদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা অবস্থান করছে। আওয়ামী লীগ এখন পুরোপুরি জঙ্গি রূপ ধারণ করেছে—এটা আজ দেশবাসীর কাছে স্পষ্ট।”
ঘটনার পর মাদারীপুর ও শরীয়তপুরে নির্ধারিত পথসভা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। তবে ফরিদপুরে বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।