জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে দেশ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পালিত হচ্ছে এই ঐতিহাসিক ঘটনার স্মরণসভা ও সাংস্কৃতিক উৎসব। এরই অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই উইমেনস ডে’। সেখানে নারীদের অবদানকে তুলে ধরা হয় গান, বক্তৃতা এবং এক মনোমুগ্ধকর ড্রোন শোর মাধ্যমে।
আজ বুধবার আয়োজনের কেন্দ্রস্থল হয়ে উঠছে চট্টগ্রাম। বিকেল ৫টায় নগরীর স্টেডিয়ামে শুরু হবে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এতে গানে গানে দর্শকদের মাতাবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর, র্যাপার হান্নান। তাঁর প্রেরণাদায়ী গান ‘কথা ক’ সেই সময় ছিল প্রতিবাদের প্রতীক।
মঞ্চে আরও থাকবেন জনপ্রিয় শিল্পী পারশা মাহজাবিন পূর্ণি, যাঁর গান ‘চলো ভুলে যাই’ শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছিল। গাইবেন এলিটা করিমও। ব্যান্ড সংগীত পরিবেশন করবে ‘শিরোনামহীন’ ও ‘চিম্বুক’।
গানের পাশাপাশি প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র— ‘জুলাই বিষাদ সিন্ধু’, ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বীরগাথা’। সবশেষে থাকবে এক বিশেষ ড্রোন শো, যেখানে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে পতিত আওয়ামী স্বৈরশাসনের নির্মমতা ও জুলাই-আগস্টের ঘটনাবলি।
সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।