6
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় আমরা সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি এবং উদাহরণ সৃষ্টি করে চলেছি। পরবর্তী সরকার এগুলো অনুসরণ করবে কি-না, তা তাদের সিদ্ধান্ত। তবে আমরা আশা করি, বিগত আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সরকারও এসব সংস্কার অস্বীকার করবে না।”