নীলফামারী প্রতিনিধি
রেলযাত্রীদের প্রতারণা করতে গিয়ে এবার নিজেই অজ্ঞান হয়ে পড়লেন অজ্ঞান পার্টির এক সদস্য। নীলফামারীর সৈয়দপুরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
শনিবার (৩০ আগস্ট) সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনের ‘ঝ’ বগিতে যাত্রীদের অজ্ঞান করার জন্য মাদকমিশ্রিত জুস ব্যবহার করেন অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া (৫৫)। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৌশিলা রায় (৫২) ও তাঁর মেয়ে বীথি রানীকে (২৮) জুস খাইয়ে অজ্ঞান করে তাঁদের কানের দুল ও নাকের অলংকার খুলে নেন।
পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুর রহিম বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি সন্দেহ হলে যাত্রীরা ফুল মিয়ার কাছ থেকে জুস বের করে তাঁকেই পান করান। এরপর কিছুক্ষণের মধ্যেই ফুল মিয়া নিজেও অজ্ঞান হয়ে পড়েন। এতে তাঁর প্রতারণার কৌশল ফাঁস হয়ে যায়।
ভুক্তভোগী মা-মেয়ে বিরামপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। কৌশিলা রায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং তাঁর মেয়ে বীথি রানী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই দক্ষিণ মালঞ্চ গ্রামের গৃহবধূ। অভিযুক্ত ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুরে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী বলেন, “অভিযুক্ত ফুল মিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। তাঁর জ্ঞান ফেরার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রেলওয়ে পুলিশ অজ্ঞান পার্টির সদস্যসহ ভুক্তভোগী দুই নারীকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেছে। দুপুরে মা-মেয়ের জ্ঞান ফিরলেও ফুল মিয়া এখনো অচেতন রয়েছেন।