নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই যুবককে আটক করেছে পুলিশ।
২০ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২৬ অক্টোবর) রাতে ওই নারী কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন।
ওই নারী বলেন, ‘আমার স্বামী চট্টগ্রামের কাভার্ডভ্যান চালক। বাড়িতে আমি, আমার মেয়ে (১৭) ও দেবর (২১) থাকি। বাড়ির আশপাশে তেমন বাড়িঘর নেই। রাত ১১টার দিকে ছয় যুবক বাড়িতে আসে। তারা ঘরে ঢুকে আমার দেবরের মুখ, হাত-পা বেঁধে ফেলে। আমার মেয়ে ও আমাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যায় তারা।’
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘পুলিশ দুই জনকে আটক করেছে। নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’