খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকায় আল আমিন (৪০) নামের এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তাঁকে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা।
নিহত আল আমিন মহেশ্বরপাশা দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা। তিনি মাছের ঘের ইজারা নিয়ে ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল চালিয়ে খানাবাড়ি সড়ক দিয়ে যাচ্ছিলেন আল আমিন। পথে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। ঘটনাস্থলে তাঁর মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, নিহত আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তিনি কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাতেই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে।