স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্সে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। তার অসাধারণ এই কীর্তির স্বীকৃতি হিসেবে কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারের কাছ থেকে পেয়েছেন এক বিশেষ উপহার—নিজের স্বাক্ষর করা ক্যাপ ও টি-শার্ট।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিক রান করে গিল নতুন ইতিহাস গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৭৫৩ রান করে তিনি ছাড়িয়ে গেছেন গাভাস্কারের ১৯৭৮-৭৯ সালের ঐতিহাসিক রেকর্ড। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার, যা এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।
সনি স্পোর্টসের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ধারাভাষ্য কক্ষে গিলের হাতে নিজের স্বাক্ষর করা SG ব্র্যান্ডের ক্যাপ ও টি-শার্ট তুলে দিচ্ছেন গাভাস্কার। উপহার দিতে দিতে গাভাস্কার বলেন:
“তুমি আমাকে টপকে গেছো, এজন্য তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। এটা SG লেখা—আমার নামে বানানো হয়েছিল। এখন এটা তোমার। জানি না তোমার মাথায় ফিট হবে কি না, তবে এটা আমার স্বাক্ষরসহ একটি ক্যাপ, যা খুব কম লোককে দিই।”
পরবর্তীতে সঞ্জনা গণেশন ও চেতেশ্বর পূজারার সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, “আমি আগেই বুঝেছিলাম গিল আমার রেকর্ড ভাঙতে যাচ্ছে, তাই উপহারটা প্রস্তুত রেখেছিলাম। তবে এসবই সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে। ৭৫৩ রান—এটা এক অসাধারণ অর্জন, বিশেষ করে যখন কেউ নেতৃত্বের দায়িত্বে থাকে।”
তবে গাভাস্কারের একটি রেকর্ড এখনো গিলের নাগালের বাইরে। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে করা ৭৭৪ রান এখনো ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড। মাত্র ২১ রানের জন্য সেই রেকর্ড ছোঁয়া হয়নি গিলের।
তবুও ৭৫৩ রানের মহাকাব্যিক ইনিংস গিলকে ভারতের ক্রিকেট ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে দিল—এবার তিনি শুধুই ভবিষ্যতের প্রতিশ্রুতি নন, বর্তমানের এক জ্বলজ্বলে বাস্তবতা।