40
রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।
ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজি যেন কোন অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। “
দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে। মোহাম্মদপুরের অবস্থা এখন উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রনে আনব।