নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। দেশটিতে বৈধভাবে কর্মরত শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসের শেষে দেশটিতে কাজের অনুমতি থাকা বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন।
মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। এ সংক্রান্ত প্রতিবেদন দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য স্টার প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার চালুর পর ২০২২ সালে মালয়েশিয়ায় যান ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক। পরের বছর ২০২৩ সালে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি সেখানে কর্মসংস্থানের সুযোগ পান।
তবে একই সময়ে ফেরত পাঠানো হয় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিককেও। ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠান।
এ ছাড়া, অবৈধভাবে অবস্থান বা অনুমতিপত্রের মেয়াদোত্তীর্ণ অবস্থায় কাজ করার অভিযোগে ৭৯০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে, দেশটিতে বর্তমানে বিদেশি শ্রমিকদের সবচেয়ে বড় উৎস হলো বাংলাদেশ। অদক্ষ শ্রমশক্তি সরবরাহে অন্যান্য দেশকে পিছিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে।