‘বরবাদ’ সিনেমা নিয়ে বিতর্ক: পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ অভিনেত্রীর
সাফল্যের আড়ালে উঠে এলো শিল্পী সম্মান না পাওয়ার ক্ষোভ
বিনোদন প্রতিবেদক
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘বরবাদ’ বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও, এই সাফল্যের আড়ালে এবার বেরিয়ে এসেছে তীব্র বিতর্ক। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়-এর বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।
দোয়েলের দাবি, তিনি ‘বরবাদ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিলেও এখনো কোনো পারিশ্রমিক পাননি। তাঁর ভাষায়, সেন্সর জটিলতা কাটাতে নির্মাতারা তাকে ডাবিংয়ে ডেকে পাঠান। তখন বলা হয়, অভিনেত্রী ইধিকা পালের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের ডাবিং না হলে সেন্সর ছাড় মিলবে না।
দোয়েল বলেন, “আমি ডাবিং করেও এক টাকাও পাইনি। কয়েকবার পরিচালককে ফোন করেছি, কিন্তু তিনি ধরেননি। টাকা বড় কথা নয়—কিন্তু শিল্পীর সম্মানটাও কি কিছু নয়? এত বড় বাজেটের সিনেমা বানানোর কথা বললেও, শিল্পীদের ন্যায্য সম্মান দেয় না। মনে হয় যেন তারা হলিউড থেকে এসে কাজ করছেন!”
অভিযোগের জবাবে পরিচালক মেহেদী হাসান হৃদয় প্রথমে অবাক হয়ে বলেন, “আমি জানিই না ওর কোনো পেমেন্ট বাকি আছে। হয়তো অপরিচিত নম্বর থেকে ফোন আসায় ধরা হয়নি। ও যদি একটা মেসেজ দিত, আমি নিশ্চয়ই যোগাযোগ করতাম।”
তিনি আরও দাবি করেন, সিনেমার ডাবিং প্রক্রিয়ার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না। তাঁর ভাষায়, “বাংলাদেশের অংশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আজাদ ভাই। বাকি টেকনিক্যাল টিম ছিল ভারতের। ডাবিং সংক্রান্ত বিষয়াদি তাদের তত্ত্বাবধানে হয়েছে। বিষয়টা আমার জানার বাইরে।”
প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমাটির বাজেট ধরা হচ্ছে প্রায় ২০–২৫ কোটি টাকা। মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে দারুণ সাড়া পড়ে, আলোচনায় আসে ৭৫ কোটি টাকা আয়ের খবরও। সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, বাবু, সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেন নুসরাত জাহান।
তবে এই বিতর্ক আবারও প্রশ্ন তুলেছে—বাংলাদেশি চলচ্চিত্রে শিল্পীদের ন্যায্য সম্মান ও পেশাদার আচরণ নিয়ে। সফল সিনেমার পেছনের পর্দায় এমন অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ, দর্শকদের যেমন বিস্মিত করছে, তেমনি শিল্পীদের মধ্যে সৃষ্টি করছে আস্থার সংকট।