২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের জন্য সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশে-বিদেশে ছদ্মবেশে সক্রিয় থেকে সহিংসতার পরিকল্পনা করছে।
এই প্রেক্ষাপটে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিশেষভাবে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ অভিযান চলবে বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায়। পুলিশের দাবি, কিছু ‘ভার্চুয়াল স্কোয়াড’ অনলাইনে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে-বিদেশে বসে রাজনৈতিক নৈরাজ্যের চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি
12