ভোলার চরফ্যাশনে প্রেমিকের বাড়ির সামনে ছয় দিন ধরে অনশন করছেন এক কিশোরী। তার দাবি, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ালেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। অনশনরত এই তরুণী নিজেকে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। প্রেমিক হিসেবে যাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি কিশোরীর।
প্রেমের সম্পর্ক, প্রতিশ্রুতি, তারপর প্রত্যাখ্যান
কিশোরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ই ছাত্রলীগ নেতা তন্ময়ের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন তন্ময় বিয়েতে আগ্রহ দেখাচ্ছেন না।
তিনি বলেন, ‘সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। পরে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়েই আমি তার বাড়ির সামনে অনশনে বসেছি। তন্ময়ের পরিবার আমাকে অপমান করে, মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি ২২ জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
পাল্টা অভিযোগ তন্ময়ের পরিবারের
অভিযুক্ত তন্ময়ের বাবা-মা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, একটি মহল ষড়যন্ত্র করে তাদের ছেলেকে ফাঁসাতে চাইছে। তারা বলেন, ‘শুধু প্রেম থাকলে হয়তো আমরা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতাম। কিন্তু তার অতীত ইতিহাস এবং বিভিন্ন ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে আমাদের পরিবারের উপযুক্ত মনে করছি না।’
প্রশাসনের অবস্থান
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ‘ওই কিশোরী যদি থানায় বা উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।