রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ভাই অন্য ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ভোরে পবার কয়রা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল।
ধারালো অস্ত্রের কোপে মৃত্যু
নিহত আমিরুল মোমিন (৪০) আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি অভিযুক্ত মেহেদীর সৎ চাচা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার মা-ছেলে, মূল অভিযুক্ত পলাতক
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন—মো. মেহেদী (২৪) এবং তার মা পারভিন বেগম (৪০)। ঘটনার মূল অভিযুক্ত মেহেদীর বাবা মিজানুর রহমান মিজু (৫০) এখনো পলাতক।
হাঁস নিয়ে শুরু হয় ঝগড়া, পরিণতি হত্যাকাণ্ড
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই আমিরুল মোমিনের দুটি পাতিহাঁস মিজানুরের ধানের জমিতে ঢুকে পড়ে। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। মিজানুর ও আমিরুলের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।
এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই বিকেলে মিজানুর ও তার পরিবারের সদস্যরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করেন। আমিরুল প্রতিবাদ করতে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ভাইকে রক্ষা করতে আসা গোলাম আজমকেও কুপিয়ে আহত করা হয়।
মামলা ও তদন্ত
এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে দামকুড়া থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানিয়েছে, বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।