ক্রীড়া প্রতিবেদক
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ যুব দল। জিম্বাবুয়ের হারারেতে আজকের ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে অলআউট করে দেয় টাইগার যুবারা।
টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা শুরু থেকেই চাপে পড়ে যায় আল ফাহাদ ও রিজান হোসেনদের আগুন ঝরানো বোলিংয়ে। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা দক্ষিণ আফ্রিকা ৩৪.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে।
প্রোটিয়া ব্যাটারদের মধ্যে একমাত্র আরমান মানাক কিছুটা প্রতিরোধ গড়েন, তিনিই সর্বোচ্চ ২৮ রান করেন।
বাংলাদেশের হয়ে আল ফাহাদ ছিলেন বোলিং নায়ক। ৬.৪ ওভার বল করে মাত্র ৩২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি মূল্যবান উইকেট। তাকে দারুণ সহায়তা দেন রিজান হোসেন ও অন্যান্য বোলাররা।
এর আগে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ধারাবাহিকতা ধরে রেখেই ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত শুরু করল তারা।
ম্যাচ শেষে ক্রিকেট বিশ্লেষকেরা টাইগার যুবাদের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।