নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন, দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৯ কোটি। তার মতে, নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে তোলা ভোটার তালিকার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। তিনি বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (বিবিএস)-এর প্রকাশিত পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশন ভবনে ২৮ সেপ্টেম্বর এক সংলাপে তিনি বলেন, আমাদের তথ্য সঠিক, কারণ আমরা সরাসরি ভোটারদের বাড়ি থেকে তথ্য সংগ্রহ করেছি। রাজধানী ঢাকায় ১ কোটি ৫১ লাখ মানুষ বসবাস করছে। এছাড়া দেশের বাইরে প্রবাসী হিসেবে ১ কোটি ৫১ লাখ বাংলাদেশি আছেন।
তাহমিদার এই বক্তব্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সঙ্গে মেলে না। তিনি অভিযোগ করেন, বিবিএস একবার তথ্য প্রকাশের পর তা কমিয়ে দেখানোর চেষ্টা করেছে।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার মাধ্যমে আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে সক্ষম হয়েছি।