বিনোদন প্রতিবেদক
চিত্রনায়ক শাকিব খান এবার যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন তাঁর ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে। এই সফরে শেহজাদের মা চিত্রনায়িকা শবনম বুবলীও থাকবেন। বাবা-ছেলের এই একান্ত সময় কাটানো নিয়ে আগ্রহী ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার ঝড়।
গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন শেহজাদ ও তাঁর মা বুবলী। শবনম বুবলী জানান, ছেলের জন্ম যুক্তরাষ্ট্রে হওয়ায় সেখানে তার কিছু কাগজপত্র হালনাগাদের প্রয়োজন রয়েছে। এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তাঁর এবারের সফর। পাশাপাশি কিছুদিন ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনাও করেছেন তিনি।
অন্যদিকে, এর আগেই ব্যক্তিগত প্রয়োজনে এবং সামান্য অবকাশ কাটাতে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান। এবার সেখানে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ—ছেলে শেহজাদের সঙ্গে সময় কাটানো।

শাকিব খান বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে। ওদের এখানে কিছু প্রয়োজনীয় কাজ আছে। যেহেতু আমি এখন এখানে, স্বাভাবিকভাবেই বাবা-ছেলের একসঙ্গে সময় কাটবে। অভিনয়ের ব্যস্ততায় ওদের সময় দেওয়া হয়ে ওঠে না, কিন্তু যখনই সুযোগ পাই, চেষ্টা করি তাদের ভালো কিছু স্মৃতি উপহার দিতে। যেমনটা আগে আব্রাহামকে দিয়েছিলাম, এবার তেমনটাই করব শেহজাদকে নিয়ে।’
প্রসঙ্গত, দুই বছর আগে শাকিব খান বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটান। সেসময় আব্রাহামের মা অপু বিশ্বাসও ছিলেন সেখানে। এবার একইভাবে ছোট ছেলে শেহজাদও পাচ্ছেন বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে কাটানো আনন্দঘন সময়।

এর আগে দেশ ছাড়ার আগমুহূর্তে বুবলী শেষ করেছেন তাঁর নতুন গানের ভিডিও ‘ময়না’র শুটিং। গানটিতে বুবলীর সঙ্গে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল, আর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন কলকাতার আকাশ সেন। এটি প্রকাশের কথা ছিল ২৪ জুলাই, তবে দেশের সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডি ও সার্বিক পরিস্থিতির কারণে গানটির মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে।
বর্তমানে শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’ দেশ ও বিদেশের সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি তিনি প্রস্তুতি নিচ্ছেন আরও কিছু নতুন চলচ্চিত্রের জন্য। তবে সবকিছুর ফাঁকেই এবার তিনি সময় দিতে চান তাঁর সন্তানদের—আব্রাহাম ও শেহজাদ, যাঁরা তাঁর জীবনের ভালোবাসা, শক্তি ও প্রেরণা।