বিনোদন প্রতিবেদন
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অসংখ্য শিশু পুড়ে মৃত্যৃুবরণ করেছে। অনেকেই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে।
হৃদয়বিদারক এসব মৃত্যু ও পুড়ে যাওয়ার ঘটনা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে। নিউজের পাতায়, টিভির খবরে শিশুদের পুড়ে যাওয়ার দৃশ্য দেখে মানুষ হতবাক হয়েছে। চোখ দিয়ে ঝরেছে অশ্রু। বন্ধুর জন্য বন্ধু ছুটে গেছে। নিজের জীবন বিসর্জন দিয়ে দুজন শিক্ষক বাঁচিয়েছে অনেক শিক্ষার্থীকে।

এসব বিষয় নিয়ে অনেকে কবিতা, গল্প ও গান লিখেছেন। করেছেন ভিডিও। হয়েছে তথ্যচিত্র। কথাসাহিত্যিক ও গীতিকার কাইয়ুম রনজু লিখেছেন ‘তোমরা আছ’ শ্রদ্ধাঞ্জলি সংগীত। সুর ও কণ্ঠ দিয়েছেন অন্তর আহমেদ তীব্র। মিউজিক কম্পোজিশন তাজরিয়ান শুভ । গানটির লিরিক…
তোমরা আছো
কথা : কাইয়ুম রনজু
কণ্ঠ ও সুর : অন্তর আহমেদ তীব্র
অসময়ে ঝরা ফুলের ভিড়ে
আলো মিশে আঁধার
আচমকা এক আর্তনাদ ধীরে ধীরে হাহাকার
লেলিহান শিখা উড়ে ওই নির্মম তান্ডবে
পাখিদের কলতান থমকে গেল
অসহায় তপ্ত হৃদয়
ছুটে দিকবিদিক শূন্যে॥
সোনামণি কলিজার
টুকরোগুলো ছাড়া
বাঁচবে কীভাবে ওরা আজ স্বপ্নহারা
বাবার কাঁধে সন্তানের মায়া
মায়ের কোলে আজ মিথ্যে কায়া
কেন এভাবে যেতে হয়
প্রস্ফুটিত না হওয়ার বেদনায়
কষ্টগুলো আজ কোথায় রাখি
বুকের পাঁজর ভাঙা নিঃস্ব আঁখি
সব মরণের হয় না শেষ
তোমাদের মৃত্যু নেই
তোমরা আছো আমাদের ভেজা চোখে
তোমরা আছো আমাদের অন্তরে
স্কুল, ছুটির ঘণ্টা
ক্লাস শেষে বাড়ি ফেরা
রাঙানো ভাবনায়
সেই প্রতীক্ষার অবসান হলো
এ কোন অবেলায়…
নেই কাঁধে স্কুল ব্যাগ, নেই হোমওয়ার্ক,
নেই প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষক
নেই আর খুনসুটি,
ভালোবাসায়
স্নেহমাখা ছোঁয়ায়
নিঃশেষ! স্তব্ধতা ধোঁয়ায় ধোঁয়ায়
স্বর্গ থেকে আসা প্রাণ
স্বর্গেই ফিরে যায়॥