16
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,০৪৪ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৭০৭ জন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর এই তথ্য জানান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তিনটি বিদেশি রিভলবার, একটি করে দেশীয় একনলা বন্দুক (এলজি), ওয়ান শুটারগান ও সাটারগান, একটি ম্যাগাজিন, ৭৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র হিসেবে ১১টি হাঁসুয়া, ৩টি ছুরি, ৩টি রামদা, ৪টি এসএস স্টিলের ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।