গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, জাতীয় নাগরিক পার্টির চলমান ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল। এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশের দাবি, ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। বিশেষ করে সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।