লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্য এবং সাতজন সিরীয় নাগরিক রয়েছেন। মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর অভিজাত রাধওয়ান বাহিনীর প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই বাহিনী পুনর্গঠনের মাধ্যমে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছিল।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাই লেবাননে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হিজবুল্লাহকে ‘স্পষ্ট বার্তা’ দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে হিজবুল্লাহর যেকোনো রকম পুনর্গঠনের প্রচেষ্টায় ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেবে। এ হামলার মাধ্যমে লেবানন সরকারকেও বার্তা দেওয়া হয়েছে যে, যুদ্ধবিরতি রক্ষার দায়িত্ব তাদেরই।
হিজবুল্লাহ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে একে লেবাননের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ বলে উল্লেখ করেছে। তবে সংগঠনটির পক্ষ থেকে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে লেবানন সরকারও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।