প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশের ১৩১ জন যাত্রীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশি।
মঙ্গলবার (১৫ জুলাই) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানায়, গত শুক্রবার কেএলআইএর টার্মিনাল ওয়ানে পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ জনের বেশি বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১৩১ জনের প্রবেশে বাধা দেওয়া হয়।
তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশিয়ান। একেপিএস জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের অনেকের আবাসনের তথ্য অস্পষ্ট ছিল, কেউ ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট করেননি, আবার অনেকের সঙ্গে পর্যাপ্ত অর্থও ছিল না।
সংস্থাটি বলছে, পর্যটন ভিসায় আগতদের কাছে যথাযথ পরিমাণ অর্থ থাকা উচিত। উদাহরণ হিসেবে বলা হয়, কেউ এক মাস থাকার কথা বললেও যদি সঙ্গে মাত্র ৫০০ রিংগিত থাকে, সেটি সন্দেহজনক।
একেপিএস সকল যাত্রীকে সতর্ক করে বলেছে, মালয়েশিয়ায় প্রবেশের আগে ভ্রমণের উদ্দেশ্য, যথাযথ কাগজপত্র ও আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে। তারা জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।