15
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বারাঙ্কা প্রদেশে প্রায় ৩৫০০ বছর পুরোনো এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ‘পেনিকো’ নামের এই শহরটি আন্দিজ পর্বত, আমাজন জঙ্গল এবং প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকার মধ্যে বাণিজ্যিক সংযোগ রক্ষাকারী কেন্দ্র ছিল বলে ধারণা করা হচ্ছে।
গোলাকৃতি কাঠামোসহ ১৮টি স্থাপনা খননে পাওয়া গেছে, যেখানে মিলেছে ধর্মীয় সামগ্রী, মূর্তি ও গয়না। বিশেষজ্ঞদের মতে, এটি আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারাল-এর ধ্বংসের পরবর্তী সময়ের জীবনযাত্রা বোঝার গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।
পেনিকোর আবিষ্কার পেরুর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ‘মাচু পিচু’ ও ‘নাজকা রেখা’র পর নতুন মাত্রা যোগ করেছে।