পুলিশ, র্যাব এবং আনসারের পোশাকে পরিবর্তন আসছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ পরিবর্তনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা আর আলাদা পোশাক পরবেন না। তারা সবাই পুলিশের মূল পোশাকই পরিধান করবেন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশের পোশাক পরিবর্তনের সঙ্গে ডিএমপির পোশাকও বদলাবে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশসহ র্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে নতুন নিয়ম অনুযায়ী, পুলিশের ইউনিটভিত্তিক পোশাক থাকবে না। সব ইউনিটের সদস্যরা নতুন অনুমোদিত পোশাকই ব্যবহার করবেন। আমরা সবাই একই ধরনের পোশাক পরিধান করব।