ইসরায়েলের হামলার পর ইরান সতর্ক মন্তব্য করেছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে যদিও স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে পাল্টা আক্রমণের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলায় ইসরাইল ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, ইসরাইলি হামলাকে অতিরঞ্জি বা খাটো করে দেখা উচিত হবে না।
খামেনি বলেন, তারা ইরানি জনগণ সম্পর্কে ভুল হিসাব করছে। ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, উদ্ভাবন ও সংকল্প সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের উচিত তাদের বোঝানো। ইরানকে নিরাপদ করার একমাত্র উপায় হলো জাতীয় ক্ষমতা থাকা।