23
ইরানে আবার হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়ে বলেছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই হামলা চালানো হতে পারে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সিএনএন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে না। ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে হামলা চালানো হতে পারে। হতে পারে সেটা এ মাসেই।
১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান।