ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলও পাল্টা হামলার হুমকি দিয়েছে।
ফিলিস্তিন ও লেবাননেও ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। অশান্ত সিরিয়া ও ইয়েমেন। বিশ্লেষকরা বলছেন, ভয়ঙ্কর যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য।
ইরান ইসরাইলে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।