14
যুদ্ধের পরিসর ও তীব্রতা বাড়ছেই মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিন ও লেবাননের পর আরো দুই দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর আরো এক সিনিয়র নেতাকে লক্ষ্য করে বিমান থেকে হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে সিরিয়া ও ইয়েমেনে হামলার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে ইরান। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।