10
জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। দলের অভ্যন্তরে রান অফ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কট্টর জাতীয়তাবাদপন্থি নেতা সানায়ে তাকাইচিকে পরাজিত করেছেন ৬৭ বছর বয়সী ইশিবা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) রান অফ ভোটের ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় ইশিবা বলেন, আমাদের অবশ্যই জনগণের ওপর আস্থা রাখতে হবে, সত্য বলতে হবে, সাহসী এবং দায়িত্বশীল হতে হবে। জাপানকে নিরাপদ ও সুরক্ষিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।