65
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আট মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। হামলার কারণে এসব অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল।
হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহ যেন আর হামলা না চালাতে পারে সেজন্য পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।
ইরানের জাতিসংঘের মিশন হুশিয়ারি দিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে। ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি বাহিনী রয়েছে, সবাই যুদ্ধে যোগ দেবে।