137
ইরানে পাল্টা হামলা চালালো ইসরাইল। শুক্রবার সকালে মিসাইল ও ড্রোন নিয়ে এ হামলা চালানো হয়, দাবি মার্কিন কর্মকর্তাদের। টার্গেট ছিল ইরানের ইস্পাহান শহরে সেনা ঘাটি। আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইরানি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। অন্তত তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, মিসাইল নয়, ড্রোন হামলা হয়েছিল এবং সেগুলোকে প্রতিহত করা হয়েছে।
কয়েকদিন আগে ইসরাইলে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। ইসরাইল যাতে পাল্টা হামলা না চালায়, পশ্চিমারা সে চেষ্টা করে আসছিল। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরাইলি হামলার পর ইরান হামলা চালিয়েছিল। সিএনএন, বিবিসি