200
মসজিদে দান করা একটি কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই, ২০২৩) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নজরুল ইসলাম (৪০), বাবুল মিয়া (৫০) ও শাহজাহান (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাবাদ গ্রামের মসজিদে শুক্রবার জুমার নামাজের পর এক ব্যক্তির দান করা কাঁঠাল নিলামে বিক্রি করা হয়। একজন ওই কাঁঠাল ২৫০ টাকায় কিনে নেন। পরে আরেকজন এক হাজার টাকা দেবেন বলে জানান। এ নিয়ে শহিদুল ইসলাম ও মালদার মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।