আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের বাখমুতে। ইউক্রেনের সেনারা সেখানে পাল্টা আক্রমণ শুরু করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিধ্বস্ত বাখমুত শহরের কাছে এগিয়ে যাওয়ায় তার সৈন্যদের প্রশংসা করেছেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা বড়ো ধরনের হামলা প্রতিহত করেছে।
পোপ ফ্রান্সিসের শান্তির দূত ইতালিয়ান কার্ডিনাল মাটিও ঝুপি দুদিনের আলোচনার উদ্দেশ্যে কিয়েভ পৌঁছানোর প্রেক্ষাপটে সোমবার উভয়পক্ষ এ পাল্টাপাল্টি দাবি করলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সাবাশ যোদ্ধারা! আমরা দেখছি সেখানে আমরা যে পদক্ষেপই নিই রাশিয়া কেমন হিস্টোরিয়া গ্রস্তের মতন আচরণ করে। শত্রুরা জানে ইউক্রেন জিতবে।
এর আগে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গানা মালইয়ার যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতির উল্লেখ করেছিলেন।
তিনি বলেছেন, বাখমুত এখনও শত্রুতার মূল কেন্দ্র রয়ে গেছে। আমরা সেখানে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছি।
রাশিয়া মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।
ইউক্রেন বলেছে, তারা বাখমুতের পুন:নিয়ন্ত্রণ নিতে বড়ো ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে এ হামলা কবে নাগাদ শুরু করবে ইউক্রেন সে সম্পর্কে কিছু বলেনি।
এদিকে সোমবার (৫ জুন, ২০২৩) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে বড়ো ধরনের হামলা চালিয়েছে। এ হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া দেড় হাজার সৈন্য নিহত এবং একশরও বেশি সশস্ত্র যান ধ্বংস হয়েছে।