পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তাকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাতভর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। ইমরান এ সময় লাহোরের বাসভবনে অবস্থান করেন।
অনাস্থা ভোটের মাধ্যমে গত বছর ইমরান খানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আগাম নির্বাচন দিয়ে ফের ক্ষমতায় আসার জন্য প্রচারণা চালানোর কারণে তাকে একাধিক মামলায় জড়ানো হয়েছে।
পুলিশ রাতভর জামান পার্কের বাসভবনের কাছে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। বিক্ষুব্ধ সমর্থকদের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায়।
ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘তারা আমাদের জনগণকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়বে এবং এ জাতীয় অন্যান্য কাজ করবে, তবে আপনাদের জানা উচিৎ যে, তাদের এমনটা করার কোন যুক্তি নেই।’